মাধুকর ডেস্ক ►
এবার ঈদ যাত্রায় ভোগান্তি নেই সড়ক, রেল ও নৌপথে। কমলাপুর রেলস্টেশন, গাবতলী-সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল ও সদরঘাট লঞ্চ টার্মিনালেও যাত্রীদের ভিড় দেখা গেছে। তা-ও অন্য সময়ের তুলনায় কম। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন সড়ক-মহাসড়কে স্বাভাবিকভাবে যানচালচলের খবর পাওয়া গেছে। ট্রেনের সময়সূচি নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। সব মিলিয়ে বলাযায় স্বস্তির ঈদযাত্রা।
কমলাপুর রেলস্টেশনে সরেজমিন দেখা গেছে, ট্রেন ছাড়ার আগে প্ল্যাটফর্মে অপেক্ষমান যাত্রীদের ভিড়। তবে আগের মতো প্রচণ্ড ভিড় কিংবা বিশৃঙ্খলার দৃশ্য চোখে পড়েনি। তবে উত্তরাঞ্চলের ট্রেনে ছাদে ওঠে কিছু যাত্রীকে রওনা হতে দেখা যায়। সকালে রেলসচিব ফাহিমুল ইসলাম ও রেলওয়ের মহাপরিচালকআফজাল হোসেন স্টেশন পরিদর্শনে যান। তাদের সামনেই এক যাত্রী অভিযোগকরেন, ট্রেনের খাবারবগিতে টিকিট বিক্রির কথা। সকালে দেখা গেছে, ট্রেনে ঠাসাঠাসি করে যাত্রীদের ওঠতে। প্ল্যাটফর্মের বাইরের অংশে কিছুটা ভিড় থাকলেও ভেতরে কেবল টিকিটধারী যাত্রীদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে, ফলে অবৈধভাবে কেউ স্টেশনে প্রবেশের সুযোগ পাচ্ছে না। এতে স্টেশনের পরিবেশ আগের তুলনায় অনেক বেশি সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত বলেজানিয়েছেন যাত্রীরা।