পিআইডি, রংপুর►
রংপুরে জেলাপ্রশাসনের সহযোগিতায় মুক্তিযোদ্ধাগণের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ (মঙ্গলবার, ৩১ ডিসেম্বর) সকালে রংপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে বীর মুক্তিযোদ্ধাগণের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি মোঃ আনছার আলী।
কম্বল বিতরণ অনুষ্ঠানে জেলাপ্রশাসক প্রধান অতিথির বক্তৃতায় বলেন, মুক্তিযোদ্ধারা জাতির সূর্য সন্তান। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন এই দেশ ও লাল সবুজের পতাকা। মুক্তিযোদ্ধাগণের সহযোগিতা করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। আজকের এই কম্বল বিতরণ সেই সহযোগিতারই অংশ।
শীতার্ত মানুষের সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা ছদরুল আলম দুলু প্রমুখ।
অনুষ্ঠানে রংপুর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।