গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►
জুমার ইমামতির জন্য মসজিদে যাওয়ার পথে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইটভাঙা পাওয়ার ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক ইমামের মৃত্যু হয়েছে।
আজ (শুক্রবার, ৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা শহরের পশ্চিম চৌমাথা এলাকায় গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কে এ ঘটনা ঘটে।
নিহত ওই ইমামের নাম জাহিদ হাসান (৩০)। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার কালুগাড়ী গ্রামের সোলেমান আলীর ছেলে। বগুড়ার একটি মসজিদে ইমাম ছিলেন তিনি।
স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোবিন্দগঞ্জের বাজার রোড থেকে একটি ইটভাঙার পাওয়ার ট্রলি দ্রুতগতিতে আঞ্চলিক মহাসড়কে ঢুকে পড়লে গোবিন্দগঞ্জ শহরগামী ওই মোটরসাইকেলটির সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকের আরোহী জাহিদ হাসান মটরসাইকেলসহ একটি বিদ্যুৎ পোলের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর পরই মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। অভিযোগ না থাকায় দুপুরে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তার করা হয়েছে।