Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১-১২-২০২৪, সময়ঃ রাত ০৮:০২
  • ৯৪ বার দেখা হয়েছে

এসকেএস ফাউন্ডেশন-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এসকেএস ফাউন্ডেশন-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক►

‘টেকসই পরিবর্তনের লক্ষ্যে অদম্য’ প্রতিপাদ্যে এসকেএস ফাউন্ডেশনের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ (রবিবার, ১ ডিসেম্বর) বিকেলে গাইবান্ধা সদর উপজেলার উত্তর হরিণ সিংহা এলাকায় সংস্থাটির প্রধান কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসকেএস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন। 

প্রধান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি ঢাকা ও দেশের অন্যান্য প্রান্তের কর্মকর্তারাও ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

অনুষ্ঠানটি শুরু হয় প্রতিষ্ঠানের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার মাধ্যমে। শুভেচ্ছা বক্তব্যে এসকেএস ফাউন্ডেশন-এর সভাপতি মুর্শেদ আলম সরকার বলেন, ‘প্রতিষ্ঠানটির আজকের সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘদিনের পরিশ্রম, আন্তরিকতা ও অবিরাম প্রচেষ্টা। এই ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতের সকল প্রতিকূলতাকে জয় করতে হবে।’

বক্তারা এসকেএস ফাউন্ডেশনের দীর্ঘ পথচলা, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তারা স্মৃতিচারণ করতে গিয়ে সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠানটির ভূমিকা তুলে ধরেন ।

প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর সেবাই আমাদের প্রতিশ্রুতি। সকলের সততা ও নিষ্ঠার কারণে এসকেএস ফাউন্ডেশন আজকের অবস্থানে পৌঁছেছে। ভবিষ্যতে আরো এগিয়ে যেতে হলে দক্ষ জনশক্তি তৈরি এবং নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।’ এসময় তিনি প্রতিষ্ঠানের পরিচালনা ও উন্নয়ন সংক্রান্ত দিক-নির্দেশনাও দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সদস্য ড. অনামিকা সাহা ও বিশিষ্ট সাংবাদিক কে এম রেজাউল হক। তারা প্রতিষ্ঠানের অগ্রগতি কামনা করে শুভেচ্ছা জানান। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ উদ্যাপনে কেক কাটা হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad