Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৬-১১-২০২৪, সময়ঃ সকাল ১০:২২
  • ৬৪ বার দেখা হয়েছে

আন্দোলনের মুখে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষকে ওএসডি

আন্দোলনের মুখে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষকে ওএসডি

রংপুর সংবাদদাতা►

চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে রংপুর মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ ডা. মাহফুজার রহমানকে ওএসডি করে স্বাস্থ্য অধিদফতরে বদলি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ (বুধবার, ৬ নভেম্বর) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব (পার-১ শাখা) দূর-রে শাহ্ওয়াজ।

এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. মাহফুজার রহমানকে ঢাকার মহাখালী স্বাস্থ্য অধিদফতরে ওএসডি ও দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যাপক (শিশু) ডা. মো. শরিফুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অধ্যাপক (শিশু) পদে পদায়ন করা হয়েছে।

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নিম্নবর্ণিত কর্মকর্তাদের পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ১০ অক্টোবরের মধ্যে বদলি কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব (পার-১ শাখা) দূর-রে শাহওয়াজ মোবাইল ফোনে বলেন, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ মাহফুজার রহমানের ওএসডি অনুমোদন হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উল্লেখ্য, ২৯ অক্টোবর অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মাহফুজার রহমান। এরপর থেকেই তাকে স্বৈরাচার সরকারের দোসর উল্লেখ করে অব্যাহতির দাবিতে আন্দোলনে নামে বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী ও ছাত্র-জনতা। গত ৭ দিন ধরে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।

আজ রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন চিকিৎসক, কর্মচারীরা। ফলে হাসপাতালে সৃষ্টি হয় রোগীদের চরম দুর্ভোগ। কর্মবিরতি শেষে বেলা সাড়ে ১১টার দিকে বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী ও ছাত্র-জনতা মুখপাত্র রমেকের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম মণ্ডল গত বুধবার (৬ নভেম্বর) ও বৃহস্পতিবার (৭ নভেম্বর) কর্মবিরতি এবং আগামী রোববার থেকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক কর্মচারীদের কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন।

এরপরই অধ্যক্ষ ডা. মো. মাহফুজার রহমানকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করা হয়। তাকে ওএসডির পর আগে ডাকা সব কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad