Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১২-১০-২০২৪, সময়ঃ বিকাল ০৫:৩১
  • ৬৬ বার দেখা হয়েছে

সাদুল্লাপুরে বাসের চাপায় পিষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সাদুল্লাপুরে বাসের চাপায় পিষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় যাত্রীবাহি বাসের চাপায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

আজ (শনিবার, ১২ অক্টোবর) ভোর রাতে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার ধাপেরহাটের আন্ডার পাসের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ জানায়, শনিবার ভোর রাতে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস রংপুরের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার ধাপেরহাটের আন্ডার পাসের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে অজ্ঞাত ওই ব্যক্তি সড়ক পারাপার হওয়ার সময় ওই বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

জানতে চাইলে এ ব্যাপারে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি শরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে লাশটি থেতলে যাওয়ায় তাৎক্ষণিক পরিচয় সনাক্ত করা যায়নি। তিনি বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় বাসটি আটক করে হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad