নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ধান খেত থেকে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাঁর সঙ্গে থাকা অটো ভ্যানটি পাওয়া যায়নি। পুলিশের ধারণা তাঁকে হত্যা করে ভ্যান নিয়ে গেছে দুর্বৃত্তরা।
আজ (শুক্রবার, ১১ অক্টোবর) সকালে পলাশবাড়ি থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের নাম আলেফ উদ্দিন (৫৫)। তিনি গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম পিয়ারাপুরের মিয়ার বাজার গ্রামের মৃত ইউসুফ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় তিন যাত্রী নিয়ে বালুয়া থেকে অটো ভ্যান নিয়ে তিনি পলাশবাড়ির উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। পথে পলাশবাড়ি উপজেলার মাঠেরহাট এলাকায় তাঁকে শ্বাসরোধে হত্যা করে লাশ ধান খেতে ফেলে রাখে। হত্যাকারীরা তাঁর ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। শুক্রবার সকালে স্থানীয় লোকজন ধান খেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যার পর অটো ভ্যানটি নিয়ে হত্যাকারীরা পালিয়ে গেছে। এ বিষয়ে থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।