Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৯-১০-২০২৪, সময়ঃ বিকাল ০৪:২৬
  • ৭৯ বার দেখা হয়েছে

সাবেক হুইপ গিনির রিমান্ড না মঞ্জুর, জামিন শুনানি স্থগিত

সাবেক হুইপ গিনির রিমান্ড না মঞ্জুর, জামিন শুনানি স্থগিত

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় জাতীয় সংসদের সাবেক হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনির রিমান্ড আবেদন না মঞ্জুর করেছেন আদালত। সেই সাথে আদালত জামিন শুনানি স্থগিত রেখে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আজ (বুধবার, ৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, গাইবান্ধার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিন এ আদেশ দেন।

এর আগে, সকালে কড়া নিরাপত্তায় সাবেক হুইপ মাহাবুব আরা বেগম গিনিকে গাইবান্ধা অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষ থেকে ১০ দিনের রিমান্ডসহ জামিন না-মঞ্জুরের আবেদন জানানো হয়।

অপরদিকে আসামি পক্ষের আইনজীবিরা রিমান্ড না-মঞ্জুরসহ জামিনের জন্য আবেদন করেন। 

উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড না-মঞ্জুর করে জামিন শুনানি স্থগিত রেখে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ২৬ আগস্ট গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে সাবেক হুইপ গিনিসহ আওয়ামী লীগের ১১৪ জনের নামসহ অজ্ঞাত ২৫০ জনকে আসামি করে থানায় মামলা করেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবদুল হাই।

আসামী পক্ষের আইনজীবি আহসানুল করিম লাছু বলেন, রিমান্ড না-মঞ্জুরসহ জামিনের জন্য আবেদন করা হয়েছিল আদালত জামিন শুনানি স্থগিত রেখেছেন।

গেল ৩০ সেপ্টেম্বর দিবাগত রাতে ঢাকার ধানমন্ডি থেকে সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)। আশুলিয়ায় রবিউসসানি শিপু নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে ওই মামলায় তিনদিনের রিমান্ডে নেয় পুলিশ।

পরে গাইবান্ধা জেলা বিএনপি অফিস ভাংচুর মামলায় আদালতে হাজিরের উদ্দেশ্যে গত ৮ অক্টোবর তাকে গাইবান্ধা জেলা কারাগারের পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad