Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১-১০-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:১৯
  • ৫৬ বার দেখা হয়েছে

৩৬ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

৩৬ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দস্যুতা ও হত্যা মামলায় আব্দুল মোতি পাগলা (৬০) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে দীর্ঘ ৩৬ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ (মঙ্গলবার, ১ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিফুজ্জামান বসুনীয়া। 

এর আগে ভোর সোয়া ৫টার দিকে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের দেবীরপাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওসি রাজিফুজ্জামান বসুনীয়া বলেন, ১৯৮৮ সালের ২৬ মার্চ উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকার মোজাম্মেল হক বাদী হয়ে দস্যুতা সংগঠনের ৩জন দুর্বৃত্ত আসামীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এর পর থেকেই আব্দুল মতি পাগলা পলাতক ছিলেন। পরে তার অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদন্ডের সাজা প্রদান করে আদালত। ওই সময় থেকে গ্রেফতার আব্দুল মোতি পাগলা দীর্ঘ ৩৬ বছর আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের দেবীরপাট এলাকায় নিজের নাম পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি থানা পুলিশ আজ মঙ্গলবার ভোর রাতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত পলাতক আসামী আব্দুল মোতি ওরফে পাগলাকে গ্রেপ্তার করা হয়। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad