Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩০-৯-২০২৪, সময়ঃ রাত ০৭:০৭
  • ৪০ বার দেখা হয়েছে

গোবিন্দগঞ্জে নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল দুই শিশুর

গোবিন্দগঞ্জে নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল দুই শিশুর

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আবু বক্কর ও হোসাইন মিয়া নামে সাত বছরের দুই শিশু মারা গেছে। 

আজ (সোমবার, ৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের সাতানা বালুয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত আবু বক্কর ওই গ্রামের বুলু মিয়ার ছেলে এবং হোসাইন মিয়া ফুলবাড়ী ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের বুলু মিয়ার ছেলে। হোসাইনের মা-বাব গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকুরি করায় তাকে সাতানা বালুয়া গ্রামে তার নানা আবু হানিফের বাড়িতে রাখা হয়েছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের করতোয়া নদীর বন্যার পানিতে সঙ্গীদের সাথে গোসল করতে নেমে আবু বক্কর ও হোসাইন মিয়া নিখোঁজ হয়। পরে স্বজনরা পানিতে খোঁজাখুঁজি করে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার এস আই জহুরুল ইসলাম বলেন, পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতে সুরতহাল শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad