Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৬-৮-২০২৪, সময়ঃ রাত ০৭:৪৬
  • ৬৮ বার দেখা হয়েছে

দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

অবিলম্বে আন্দোলনকারী ছাত্র-জনতার মতামতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা-নির্যাতন বন্ধেরও দাবি জানানো হয়।

বামপন্থী রাজনৈতিক দলসমূহ, গাইবান্ধা জেলার ব্যানারে আজ (মঙ্গলবার, ৬ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলা শহরের ১ নম্বর রেলগেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবারও রেলগেটে ফিরে সমাবেশে মিলিত হয়। 

গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ভাস্কর্য ভাঙচুরের নিন্দা জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে সারাদেশের আইনশৃঙ্খলা রক্ষা করতে হবে। একই সাথে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে জন্য সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য দেন বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক রেবতী বর্মণ, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য মনজুর আলম মিঠু, জেলা আহবায়ক অ্যাডভোকেট নওশাদুজ্জামান, বাসদের কেন্দ্রিয় বর্ধিত ফোরামের সদস্য ও জেলা আহ্বায়ক গোলাম রব্বানী, সদস্য সচিব সুকুমার চন্দ্র মোদক এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা কমিটির সদস্য ওয়ারেস সরকার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad