নিজস্ব প্রতিবেদক ►
হযরত শাহ্ বাঙ্গাল রাহঃ হাফিজিয়া কওমী মাদরাসা ও এতিমখানার বোর্ডপ্রাপ্ত কৃতি ছাত্রদের মাঝে পুরষ্কার বিতরণ ও ৩য় তলায় আবাসিক ভবন উদ্বোধন উপলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারী বিশ্বিবদ্যালয় কলেজের অধ্য অধ্যাপক খলিলুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের গাইবান্ধা জেলার উপ-পরিচালক মোঃ মিরাজুল ইসলাম, আঞ্জুমান মুফিদুল ইসলাম, গাইবান্ধা জেলা শাখার চেয়ারম্যান সহিদুল ইসলাম আবু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদরাসা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কজিউল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা কমিটির সাধারণ সম্পাদক এ এস এম হুমায়ুন ইকবাল। এছাড়া আরো উপস্থিত ছিলেন মাদরাসা কমিটির সদস্য, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, মাদরাসার শিক ছাত্রসহ আরো অনেকে। দোয়া পরিচালনা করেন, অত্র মাদরাসার মুহতামিম মুফতি যোবায়ের আহমদ।