Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩-১২-২০২২, সময়ঃ সকাল ১০:৪৭

শুরু হচ্ছে নকআউট পর্ব, দেখে নিন কার খেলা কখন

শুরু হচ্ছে নকআউট পর্ব, দেখে নিন কার খেলা কখন

স্পোর্টস ডেস্ক ►

৩২ দল নিয়ে শুরু হওয়া বিশ্বকাপ এখন ১৬ দলের। অঘটন, নাটকীয়তা আর রোমাঞ্চ ছড়িয়ে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে 'দ্য গ্রেটেস্ট অন আর্থ'খ্যাত ফিফা বিশ্বকাপের ২২তম আসরের প্রথম পর্বের খেলা শেষ হয়েছে। হাসি নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল, আর্জেন্টিনাসহ ১৬ দল, জার্মানিসহ বাকি ১৬ দল কান্নায় ভেঙে নিয়েছে বিদায়। বিরতি নেই, এবার শুরু নকআউট পর্বের খেলা। যেখানে প্রতিটি ম্যাচই একেকটি ফাইনাল, জিতলে পরের ধাপে, হারলে বিদায়। তাই বিশ্বকাপের আসল লড়াই শুরু হচ্ছে আজ থেকেই।

আজ প্রথম দিন দুটি ম্যাচ। যেখানে রাত ৯টায় যুক্তরাষ্ট্র নামবে নেদারল্যান্ডসের বিপ।ে এর পর টুর্নামেন্টের ফেভারিট আর্জেন্টিনা রাত ১টায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। 

নকআউটে ড্র করেও পার পাওয়ার সুযোগ নেই। দুই দলের স্কোর সমান হলে অর্থাৎ ড্র হলে অতিরিক্ত সময় বেঁধে দেওয়া হবে; তাতেও যদি ফল না আসে, তাহলে টাইব্রেকারে হবে নিষ্পত্তি। সে েেত্র প্রতি ম্যাচেই বাড়তি নজর থাকবে ফুটবলপ্রেমীদের। আজ থেকে শুরু হওয়া এই নকআউট পর্ব একটানা ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে। সব মিলিয়ে এই সময়ে প্রতিদিন দুটি করে মোট ৮ ম্যাচ মাঠে গড়াবে, যেখানে ১৬ দল থেকে বিদায় নেবে ৮ দল। আর কোয়ার্টার ফাইনালের টিকিট পাবে বাকি আটটি।

আজ মাঠে গড়ানো দুটি ম্যাচের মধ্যে যে দু'দল জিতবে, তাদের দেখা হবে কোয়ার্টারে। একদিক থেকে যদি নেদারল্যান্ডস জয় পায়, আর অন্যদিক থেকে আর্জেন্টিনা। তাহলে ৯ ডিসেম্বর লুসাইল আইকোনিক স্টেডিয়ামে সেমিতে ওঠার জন্য লড়বে তারা। এর পর আগামীকাল দুই নকআউটের একটিতে মুখোমুখি হবে ফ্রান্স ও পোল্যান্ড। আরেক ম্যাচে ইংল্যান্ড ও সেনেগাল। এর পর দুই ম্যাচের বিজয়ীরা ১০ ডিসেম্বর আল খোরে একে অপরের বিপে মাঠে নামবে সেমি নিশ্চিতের আশায়।

৯ ডিসেম্বর অবশ্য দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে শেষ ষোলোতে মুখোমুখি হওয়া নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র থেকে জয়ী দল নামবে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়ার ম্যাচের জয়ীর বিপ।ে একই দিন রাত ১টায় জাপান-ক্রোয়েশিয়া থেকে যারা জিতবে, তারা নামবে 'জি' গ্রুপের নম্বর ওয়ান ও 'এইচ' গ্রুপের রানার্সআপ থেকে যে দল জয়ী হবে তাদের বিপ।ে ১০ ডিসেম্বর আরেকটি কোয়ার্টারে মুখোমুখি হবে ৬ ডিসেম্বর শেষ ষোলোতে নামা মরক্কো-স্পেনের জয়ী দল। তারা প্রতিপ হিসেবে পাবে ৬ ডিসেম্বর লুসাইলে কোয়ার্টারের জন্য লড়াই করা 'এইচ' গ্রুপের সেরা দল আর 'জি' গ্রুপের রানার্সআপ দলের বিজয়ীর সঙ্গে।

দেখে নেওয়া যাক কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের সূচি:

৩ ডিসেম্বর (শনিবার): নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র, রাত ৯টা, খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম

৩ ডিসেম্বর (শনিবার): আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া, রাত ১টা, আহমেদ বিন আলি স্টেডিয়াম

৪ ডিসেম্বর (রোববার): ফ্রান্স - পোল্যান্ড, রাত ৯টা, আল থুমামা স্টেডিয়াম

৪ ডিসেম্বর (রোববার): ইংল্যান্ড - সেনেগাল, রাত ১টা, আল বাইত স্টেডিয়াম

৫ ডিসেম্বর (সোমবার): জাপান - ক্রোয়েশিয়া, রাত ৯টা, আল জানোব স্টেডিয়াম

৫ ডিসেম্বর (সোমবার): ব্রাজিল - দ. কোরিয়া, রাত ১টা, স্টেডিয়াম ৯৭৪

৬ ডিসেম্বর (মঙ্গলবার): মরক্কো - স্পেন, রাত ৯টা, এডুকেশন সিটি স্টেডিয়াম

৬ ডিসেম্বর (মঙ্গলবার): পর্তুগাল - সুইজারল্যান্ড, রাত ১টা, লুসাইল স্টেডিয়াম।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad