সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে ইউপি চেয়ারম্যান এবিএম মিজানুর রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ, উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক এ মান্নান আকন্দ, শান্তিরাম ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুরুজিৎ কুমার সরকার, ইউপি সচিব খাইরুজ্জামান, ইউপি সদস্য জাহেদুল ইসলাম, মিঠু মিয়া, আঞ্জুয়ারা বেগ, রোকসানা বেগম প্রমুখ। সভায় ইউনিয়ন পরিষদের বিভিন্ন কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়। উপজেলা নিবার্হী অফিসার ইউনিয়ন পরিষদের বিভিন্ন হিসাব নিকাশ ও গ্রাম আদালতের নথিপত্র পরিদর্শন করেন।