Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৮-১২-২০২২, সময়ঃ দুপুর ০২:৪১

রাণীনগরে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়

রাণীনগরে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়

নওগাঁ প্রতিনিধি ►

নওগাঁর রাণীনগরে খাসপারইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গনে ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি-১৮ এর শ্রেষ্ঠ সভাপতি মোঃ আনছার আলীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকারিয়া আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ বেলায়েত হোসেন। 

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা হিসাব রক্ষণ অফিসার চন্দন কুমার প্রামাণিক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এস এম আবু রায়হান, পারইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান, পারইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরে আলম সিদ্দিকী দুলাল প্রমুখ। এসময় শিক্ষার্থীরা নিজেদের মতো করে সেজে বিদ্যালয়ে আসে। 

অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্য মঙ্গল কামনা, বঙ্গবন্ধুর পরিবারের শহীদ হওয়া সকল শহীদ সদস্য, জাতীয় চার নেতা, দেশের তরে জীবন দেওয়া শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও দেশের সর্বাঙ্গিন মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় এমন রীতি চলমান থাকলে শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই সহমর্মিতার জন্ম নিবে বলে এমন অনুষ্ঠান ধারাবাহিক ভাবে চলমান রাখার প্রতি অতিথিরা মতামত ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad