Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৭-৯-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৪৬

বোচাগঞ্জে ট্রেনে কাটা পড়ে বাইসাইকেল আরোহী নিহত

বোচাগঞ্জে ট্রেনে কাটা পড়ে বাইসাইকেল আরোহী নিহত

দিনাজপুর প্রতিনিধি►

দিনাজপুর-পঞ্চগড় রেলরুটে পঞ্চগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আব্দুর রহমান (১৮) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা পঞ্চগর এক্সপ্রেস ট্রেনের সাথে দিনাজপুরের সেতাবগঞ্জ রেল স্টেশনের নিকটে টিএনটি রোড মেলাগাছি নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত আব্দুর রহমান (১৮) দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরশহরের ছুটকুর মোড় এলাকার আজাহারুল ইসলামের ছেলে।

স্থানীয়রা ও পুলিশ জানায়,  সেতাবগঞ্জ শহরের ছুটকুর মোড় এলাকার মোঃ আব্দুর রহমান প্রতিদিনের ন্যায় বাইসাইকেল নিয়ে তার কর্মস্থল জহুরা অটো রাইস মিলে যাচ্ছিলেন। পথিমধ্যে রেললাইন পার হতে গিয়ে পঞ্চগর এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু বক্কর সিদ্দিক রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেছে ।  পরে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে । এ ব্যাপারে দিনাজপুর জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad