Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৫-১২-২০২৫, সময়ঃ রাত ০৭:২৮
  • ৪৭ বার দেখা হয়েছে

বিজয় দিবস ঘিরে গাইবান্ধার ফুলের দোকানগুলোতে শেষ সময়ের ব্যস্ততা

বিজয় দিবস ঘিরে গাইবান্ধার ফুলের দোকানগুলোতে শেষ সময়ের ব্যস্ততা

বিজয় দিবস ঘিরে গাইবান্ধার ফুলের দোকানগুলোতে শেষ সময়ের ব্যস্ততা—ছবি: মাধুকর।

নিজস্ব প্রতিবেদক►

মহান বিজয় দিবসকে ঘিরে গাইবান্ধার ফুলের দোকানগুলোতে পুষ্পমাল্য তৈরি ও বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন ফুল বিক্রেতারা।

সোমবার (১৫ ডিসেম্বর) গাইবান্ধা শহরের আসাদুজ্জামান মার্কেটে গড়ে ওঠা ফুল মার্কেটে গিয়ে দেখা যায়, প্রায় ১৫-২০ জন ফুল বিক্রেতা তৈরি করা ফ্রেমে ফুল সাজাচ্ছেন। আকারভেদে একেকটি পুষ্পমাল্য ৩০০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, মহান বিজয় দিবসকে কেন্দ্র করে ফুলের দোকানগুলোয় থরে থরে সাজিয়ে রাখা হয়েছে হরেক রকমের ফুল। এর মধ্যে গাঁদা, গোলাপ, রজনীগন্ধা ও জারবেরা অন্যতম। এসব ফুল আকর্ষণীয়ভাবে বেধে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য ফ্রেমে আটকে দেওয়া হচ্ছে। এছাড়া তৈরি হচ্ছে বিভিন্ন আকারের মালা। আগে থেকেই বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পার্ঘ্যের জন্য অর্ডার করে রেখেছেন।

ফুল বিক্রেতারা জানান, ব্যক্তিগত ক্রেতার তুলনায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ  বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন বেশি ফুল কিনছেন। প্রতিটি পুষ্পার্ঘ্য প্রকারভেদে ৩০০ থেকে দুই হাজার টাকায় বিক্রি হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad