Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৫-১২-২০২৫, সময়ঃ দুপুর ১২:২২
  • ৭৭ বার দেখা হয়েছে

বিজয় দিবস উদযাপনে গাইবান্ধা জেলা প্রশাসনের নানা কর্মসূচি

বিজয় দিবস উদযাপনে গাইবান্ধা জেলা প্রশাসনের নানা কর্মসূচি

বিজয় দিবস উদযাপনে গাইবান্ধা জেলা প্রশাসনের নানা কর্মসূচি—ছবি: জেলা প্রশাসনের চিঠি থেকে নেওয়া।

নিজস্ব প্রতিবেদক►

মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পাঠানো এক চিঠিতে কর্মসূচির বিস্তারিত তথ্য জানানো হয়েছে। 

জেলা প্রশাসন জানিয়েছে, ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) ভোর ৬টা ৩৪ মিনিটে সূর্যোদয়ের সাথে সাথে গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবস উদযাপনের শুভ সূচনা হবে। এরপর পৌরপার্কে অবস্থিত বিজয় স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্য উন্মুক্ত করা হবে। একইসঙ্গে সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনগুলোতে পতাকা বিধি অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

দিনব্যাপী কর্মসূচিতে সকাল ৯টায় জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনের আয়োজন করা হয়েছে। এ কর্মসূচি শেষে জেলা ইনডোর স্টেডিয়ামে বেলা সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হবে। 

এদিকে এদিন হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম ও সরকারি শিশু পরিবারে দুপুরবেলা উন্নত খাবারের ব্যবস্থা করা হয়েছে। বিকেল ৩টার দিকে শহরের তাজ সিনেমা হলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিকেল সাড়ে ৩টার দিকে জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে; যেখানে জেলা প্রশাসন একাদশ ও পৌরসভা একাদশ অংশ নেবে। 

এদিন বিকেল ৪টায় স্বাধীনতা প্রাঙ্গনে তিন দিনব্যাপী বিজয়মেলা উদ্বোধন করা হবে। যেখানে চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্য পাওয়া যাবে। এছাড়া এদিন সন্ধ্যায় সেখানে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলেও জেলা প্রশাসনের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad