Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৭-১০-২০২২, সময়ঃ দুপুর ০২:৫৩

ফুলবাড়ীতে শিক্ষক দিবস পালিত

ফুলবাড়ীতে শিক্ষক দিবস পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি ►

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৭ অক্টোবর বৃহঃবার বিভিন্ন আয়োজনে শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ‍্যে সকাল সাড়ে ৯:০০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ‍্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ‍্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব‍্য রাখেন উপজেলা চেয়ারম‍্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার।

স্বাগত বক্তব‍্য রাখেন দিবসটি উদযাপন কমিটির আহ্বায়ক ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ‍্যক্ষ আমিনুল ইসলাম রিজু। সভাটি সঞ্চালনা করেন ফুলবাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক জাকারিয়া মিঞা।

আরও বক্তব‍্য রাখেন ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম‍্যান আব্দুল লতিফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, সাইফুর রহমান সরকারি কলেজের অধ‍্যক্ষ রফিকুল ইসলাম,  উপজেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, সহকারী শিক্ষা অফিসার মোঃ আশরাফুজ্জামান, জছিমিঞা সরকারি উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী, বাংলাদেশ শিক্ষক সমিতি ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি জামাল উদ্দিন, ভাঙ্গামোড় দাখিল মাদরাসার সুপার ইসমাইল হোসেন, পানিমাছকুটি সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মুক্তা শেখ, বাংলাদেশ সহকারী শিক্ষক সমাজ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি আব্দুর রহিম প্রমূখ।

অনুষ্ঠানে সকল প্রাথমিক বিদ‍্যালয়, মাদরাসা, মাধ‍্যমিক বিদ‍্যালয় ও কলেজের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad