সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের পরাণ কছর আলী দাখিল মাদ্রাসা হতে বেলকা মজিপাড়া পর্যন্ত পাকা রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সাংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্মাণ কাজ উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শামসুল আরেফীন খান, শান্তিরাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকন, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, উপজেলা জাতীয় পাটির সহ-সভাপতি মাওলানা আবুল হোসেন, শান্তিরাম ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুরুজিৎ কুমার সরকার, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা, বেলকা ইউনিয়ন জাতয়ি পাটির সভাপতি রেজাউল ইসলাম রানা, ছাপহাটী ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি আশরাফুল ইসলাম, শান্তিরাম ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি প্রভাষক শরিফুল ইসলাম শাহিনসহ উপজেলা, ইউনিয়ন জাতীয় পাটি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ।
এর আগে সাংসদ উপজেলার সোনারায় ইউনিয়নের শাখা চেয়ারম্যানের ব্রিজ হতে সোনারায় বাজার পর্যন্ত এবং মন্ডলের হাট হতে মরুয়াদহ পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন। পরে তিনি শান্তিরাম ইউনিয়নের পূর্ব শান্তিরাম কালিয়ার ছিড়া গণ কবরের বাউন্ডারী প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করেন।