Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২-১০-২০২২, সময়ঃ সকাল ১০:৫৫

নওগাঁয় প্রমিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁয় প্রমিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি ►
নওগাঁর বদলগাছীতে প্রমিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ফুটবল খেলার প্রতি ছেলেদের পাশাপাশি দেশের প্রমিলাদের আগ্রহী করার লক্ষ্যে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় এই প্রমিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে আসছে জেলা ক্রীড়া অফিস। 

বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২০২৩ এর আওতায় নওগাঁ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় শনিবার বিকেলে বদলগাছী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় বদলগাছী খেলোয়াড় কল্যাণ সমিতি প্রমিলা ফুটবল একাদশ ১-০ গোলে জিয়ল প্রমিলা আদিবাসী ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হয়। 

খেলা শেষে জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আলপনা ইয়াসমিন। এছাড়াও উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম সামান পিন্টু প্রমুখ। 

এসময় অতিথিরা বলেন একজন মেধাবী মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে চাইলে অবশ্যই নিয়মিত খেলাধুলা চর্চার কোন বিকল্প নেই। আজ আমাদের দেশের মেয়েরা ফুটবল খেলে সারা বিশ্বের কাছে বাংলাকে নতুন করে তুলে ধরতে সক্ষম হয়েছে। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাকে আরেকটি গুরুত্বপূর্ন বিষয় হিসেবে ধরে নিয়ে নিয়মিত চর্চা অব্যাহত রাখতে হবে। তবেই একজন মেধাবী মানুষ হিসেবে নিজেকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad