গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জের কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওয়তায় আন্তঃক্লাব সংগীত, আবৃতি চিত্রাংকণ, দৌড় সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়িদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদের হল রুমে এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান।
গোবিন্দগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের শিক্ষক কানিজ নওশাদ তিতাস, উম্মে রফিয়া প্রমুখ। শেষে প্রধান অতিথি সহ অতিথিরা বিজয়িদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় বিভিন্ন কিশোর কিশোরী ক্লাবে শিক্ষাবৃন্দ উপস্থিত ছিলেন।