গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্যাংকলরীর ধাক্কায় মোখলেছ আলী মন্ডল (৪০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। চালক হেলপার পালিয়ে গেলেও হাইওয়ে পুলিশ লরীটি আটক করেছে। আজ সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মোখলেছ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের আমতলী বাজারের বাচ্চু মন্ডলের পুত্র।
গোবিন্দগঞ্জ ফায়ার সাভিসের ইনচার্জ আরিফ আনোয়ার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত কওে বলেন মোখলেছ মোটরসাইকেল যোগে কোমরপুর থেকে গোবিন্দগঞ্জের দিকে আসছিলেন। কালিতলা নামক স্থানে তার মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দিলে মোকলেছ মোটরসাইকেল থেকে পাকা সড়কের ওপর ছিটকে পওে এবং ওই লরীটির চাপায় ঘটনাস্থলেই নিহত হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পালানোর সময় ধাওয়া কওে লরীটি আটক করা হয়েছে তবে চালক হেলপার পালিয়ে গেছে।