নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা-গানাসাস এর দ্বি-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। শাহজাহান খান আবু ৭৯ ভোট পেয়ে কার্যকরি সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আমিনুল ইসলাম খোকন পেয়েছেন ৩১ ভোট। এছাড়া ৭৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ্যাড: এ,কে,এম হানিফ বেলাল। তার নিকটতম প্রতিদ্বন্দি রাগিব হাসান চৌধুরী পেয়েছেন ৪৬ ভোট।
শুক্রবার (১৪ অক্টোবর) গানাসাস হলরুমে বিকেল ৩টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে রাত ৯টায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনার হিসেবে ফলাফল ঘোষণা করেন এনডিসি ফয়েজ উদ্দিন ও প্রিজাইডিং অফিসার হিসেবে গাইবান্ধা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার রমানন্দ রায়।
এ নির্বাচনে ২২ জন করে দুটি প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন। আর ১২৬ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১২১ জন ভোটার ।