নিজস্ব প্রতিবেদক ►
জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে রোববার গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে এবং চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টিজের সহযোগিতায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালেক্টরেট সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান।
আলোচনা সভায় অংশ নেন জেলা মৎস্য কর্মকর্তা মো. ফয়সার আজম, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাসুদার রহমান সরকার, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, গাইবান্ধা প্রেসকাব সভাপতি কেএম রেজাউল হক, প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস প্রমুখ।