নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পৃথক অভিযানে ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আজ (সোমবার, ১৩ জানুয়ারি) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধার উপ-পরিচালক মো. শাহ্-নেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নবকলস গ্রামের আলী আজগরের ছেলে সোহেল রানা (৩৮) এবং বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের তেলোধাপ দক্ষিণ পাড়া গ্রামের দুদু মিয়ার ছেলে মাছুদ রানা (২০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধার উপ-পরিচালক মো. শাহ্-নেওয়াজ জানান, আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার সাদুল্লাপুর উপজেলার একবারপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালানো হয়। এসময় কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাসি চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে গত রবিবার (১২ জানুয়ারি) দুপুর দেড়টার একই স্থানে অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস তল্লাসি করে ২০ বোতল ফেনসিডিলসহ মাছুদ রানাকে গ্রেপ্তার করা হয়।