সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা নিয়ে সাংবাদিকের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আইসিটি প্রোগ্রামার কৃষ্ণ চন্দ্র রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার তারিকুল ইসলাম সাবু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল, উপজেলা জনস্বাস্থ্য উপসহকারি প্রকৌশলী খোকন রানা, সাংবাদিক শাহাজান মিঞা,আব্দুল মান্নান আকন্, শাহ রেদুয়ানুর রহমান, ইমদাদুল হক, জুয়েল রানা, মোশাররব হোসেন, মিজানুর রহমান প্রমুখ। সভায় উদ্ভাবনী মেলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও প্রস্তাবনা উপস্থাপন করা হয়।