সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুুন্দরগঞ্জ উপজেলার ছাইতানতলা শিবরামে হোপ এ্যগ্রো লিমিটেডের অটো রাইস মিল ইউনিটে ধান ক্রয় ও চালু করণ উপলক্ষে গ্রাহক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার হোপ এ্যগ্রো লিমিটেডের অটো রাইস মিল ইউনিটের ব্যাবস্থাপনা পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে গ্রাহক সমাবেশের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ইসলামি ব্যাংক লিমিটেড রংপুর জোনের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ মোহাম্মদ ইদ্রিস, বামনডাঙ্গা শিশু নিকেতনের পরিচালক মোহাম্মদ আবুল কাশেম, ইসলামি ব্যাংক লিমিটেড সুন্দরগঞ্জ শাখার ব্যাবস্থাপক জহিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুস ছাত্তার। গ্রাহক সমাবেশ উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার চাতাল মালিক, ধান ব্যবসায়ী, সুধীজন, ইউপি চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা, খাদ্য নিয়ন্ত্রক উপস্থিত ছিলেন। এর আগে ধান ক্রয়ের উদ্বোধন ও মিল চালু করেন অতিথিগণ।