লক্ষ্মীপুর প্রতিনিধি ►
গাইবান্ধা সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ লক্ষ্মীপুর স্কুল ও কলেজে মহীয়সী নারী বেগম রোকেয়া ও শহীদ বুদ্ধিজীবী স্বরণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুূধবার সকাল ১১ টায় লক্ষ্মীপুর শহীদ মিনার চত্বরে আয়োজক কমিটির অন্যতম সদস্য আব্দুল জলিলের সভাপতিত্বে ও আয়োজক সাংবাদিক ময়নুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথীর বক্তব্য রাখেন লক্ষ্মীপুর স্কুল ও কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন।
এতে আরো বক্তব্য দেন, সহকারী প্রধান শিক্ষক নিতাই চন্দ্র সরকার, সিনিয়র সহকারী শিক্ষক ইমদাদুল হক সরকার, জ্যোতি কুমার শাহ্ রায়, মোস্তাইন বিল্লাহ, সিরাজ উদ্দীন, অলি রানী, পারুল আক্তার, নুরন্নাহার আক্তার লিপি, সাজ্জাদুর রহমান, শহিদুল ইসলাম সাদা, মধুসুদন সরকার, আশরাফুল ইসলাম, আনন্দ কুমার, তরুন কবি আবুল কালাম, শিক্ষার্থীর মধ্য জাহিদ, মৌ, প্রিয়ন্তী, মিশু, লোমান ও ওমর প্রমুখ। শেষে প্রত্যেক শিক্ষার্থীর হাতে আয়োজক কমিটির পক্ষ থেকে একটি করে গোলাপ ফুল তুলে দেওয়া হয়।