• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৯-৪-২০২৩, সময়ঃ সকাল ০৯:৩৬
  • ৩৭ বার দেখা হয়েছে

মুশফিকের রেকর্ড ভাঙলেন কোহলি

মুশফিকের রেকর্ড ভাঙলেন কোহলি

স্পোর্টস ডেস্ক  ►

টি-টোয়েন্টিতে মুশফিকুর রহিমের ব্যাটিং নিয়ে সমালোচনা আছে। এমনকি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরও নিয়েছেন তিনি। তবে এই ফরম্যাটে একটি রেকর্ড এতদিন তার দখলে ছিল, যা ভেঙে দিয়েছেন বিরাট কোহলি। 

গত বুধবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিপে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে কোহলি ৩৭ বলে ৫৪ রান করেন। এই ইনিংসের সুবাদেই এক ভেন্যুতে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে যান কোহলি। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ৯৫ ম্যাচের কোহলির রান এখন ৩০১৫; আছে ৩টি সেঞ্চুরি ও ২৩টি হাফ-সেঞ্চুরিও।

কোহলির আগে স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রানের মালিকানা ছিল মুশফিকের দখলে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১২৯ ম্যাচে ১৮টি হাফ-সেঞ্চুরিতে তার সংগ্রহ ২৯৮৯ রান। এই তালিকার তৃতীয় স্থানে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সাবেক অধিনায়ক মিরপুরে ১৩৭ ম্যাচে করেছেন ২৮১৩ রান। 

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়