Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১৯ ঘন্টা আগে
  • ১১৬ বার দেখা হয়েছে

গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচনের ফলাফল

গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচনের ফলাফল

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। শনিবার (১০ মে) গভীর রাতে এ ফলাফল ঘোষণা করা হয়। 

এর আগে, এদিন চেম্বার কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১০টি বুথে এক টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।এতে ২টি অর্ডিনারি গ্রুপ, ১টি এসোসিয়েট গ্রুপ ও ২টি স্বতন্ত্র গ্রুপে প্রার্থীরা অংশ নেন।

অর্ডিনারী গ্রুপে নির্বাচিতরা হচ্ছেন- মোস্তাক আহমেদ (মোরগ) প্রতীকে ৬২৩ ভোট, মো. আবুল হোসেন মৃধা সোহাগ (মোরগ)- ৫৫৭, সামিউল হুদা সুমেল (উড়োজাহাজ)-৫৫৪, খন্দকার জাকারিয়া জীম (দেয়াল ঘড়ি)-৫২৫, মশিউর রহমান উজ্জল (বাস)-৫০০, আব্দুল লতিফ হক্কানী (হাতী)-৪৯৫, আবু বকর সিদ্দিক স্বপন (দোয়েল পাখি)-৪৭১, সাহিদাৎ দোহা চৌধুরী (চাকা)-৪৬৪, মকসুদার রহমান শাহান (ঘোড়া)-৪৬৩, সুজন প্রসাদ (ছাতা)-৪৫৫ এবং আব্দুস সবুর সরকার (গরুর গাড়ী) প্রতীকে ৪৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া অর্ডিনারি গ্রুপে স্বতন্ত্র প্রার্থী খান মো. সাইদ হোসেন জসিম (শাপলা ফুল) প্রতীকে ৪৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে অ্যাসোসিয়েট গ্রুপে নির্বাচিতরা হচ্ছেন- তৌহিদুর রহমান মিলন (২১১), হাসান মাহমুদ জনি (২০৯), আলী কাওসার সরকার বাবুল (২০৫), দিপঙ্কর সাহা বাপ্পা (১৮৯), তাসফির রহমান ইথার (১৮৪) ও ইমরান কবির শামীম (১৮৩)।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট শামসুল আলম প্রধান। সহকারী নির্বাচন কমিশনার সদস্য ছিলেন অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু ও কামরুল হাসান সেলিম।

প্রধান নির্বাচন কমিশনার সূত্রে জানা গেছে, অর্ডিনারি গ্রুপে ৯৯৬ জন ভোটারের মধ্যে ৯২১ টি ভোট প্রদত্ত হয়েছে। নষ্ট ভোট ৫৫ ও অনুপস্থিত ২০ জন। অ্যাসোসিয়েট গ্রুপে ২৩০ জন ভোটারের মধ্যে ভোট কাস্ট হয়েছে ২১৮টি, নষ্ট ২টি ও অনুপস্থিত ১০টি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad