নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র লিমন সরকার (১২) নিখোঁজের ২০ দিন পার হলেও এখনও খোঁজ মেলেনি তার। এদিকে তার নিখোঁজ হওয়ার ঘটনায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে তার মা।
জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর গ্রামের বাসিন্দা সোহেল রানা বাবু ও মোছাঃ লিলি বেগমের একমাত্র ছেলে মো. লিমন (১১) মিয়া।
গত ১৭ এপ্রিল ২০২৫ ইং তারিখ বিকেল ৩টায় বাড়ি থেকে দারিয়াপুর বাজারে গিয়ে আর ফিরে আসেনি। পরে তার পরিবার তাদের স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। এ বিষয়ে গাইবান্ধা সদর থানায় একটি ডায়েরি করা হয়েছে, যারা জিডি নং ১৪০৩। তারিখ ২৪/০৪/২০২৫। নিখোঁজ ছেলেটির বর্ণনা গায়ের রং ফর্সা, মাথার চুল কালো ও মাঝারি, উচ্চতা ৩" ৮ ইঞ্চি, স্বাস্থ্য মাঝারি, পরনে ছিল জিন্সের ফুল প্যান্ট ও শার্ট।
লিমনের চাচা মো. সুমন বলেন, ‘১৭ এপ্রিল বিকেলে আমার ভাতিজা দারিয়াপুর বাজারে গিয়ে আর ফিরে আসেনি, অনেক স্থানে খোঁজাখুঁজির পরেও লিমনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ২০ দিন পার হয়ে গেলেও এখনও কোনো খবর পাইনি। দয়া করে তার কোন সন্ধান পেলে ০১৭৬১১৮৭৪৩৩ তার বাবার সাথে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।’
গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক দিলীপ কুমার বর্মণ বলেন, ‘ঘটনার পর লিমনের বাবা থানায় সাধারণ ডায়েরী করেছেন। আমরা তদন্ত করছি এবং ছেলেটিকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’