ফুলছড়ি প্রতিনিধি ►
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান, ফুলছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপজেলা বিআরডিবি অফিসার সোহেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শহিদুজ্জামান শামীম, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা ইউনুছ আলী, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু, ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আজহারুল হান্নান, গজারিয়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলী খান, উড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, এরেন্ডাবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ, ফজলুপুর ইউপি চেয়ারম্যান আবু হানিফ প্রামাণিক, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক প্রমুখ।
ফুলছড়ি প্রতিনিধি ►
ফুলছড়ি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২মে) ফুলছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি.এম সেলিম পারভেজ, সহকারী কমিশনার (ভূমি)মোহাম্মদ আলাউদ্দিন, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রজব আলী, ফুলছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুজ্জামান শামীম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা শালু, উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, ফুলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজহারুল হান্নান, এরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী খান, ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হান্নান, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শাহ আলম যাদু প্রমুখ।
সভায় আসন্ন বন্যা ও ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় বিভিন্ন প্রস্তুতি বিষয়ে আলোচনা করা হয়। সেই সাথে আসন্ন ঘূর্ণিঝড় মোখা, বন্যা ও নদী ভাঙনে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সকল ইউপি চেয়ারম্যান ও বিভাগীয় কর্মকর্তাগণকে প্রস্তুতি গ্রহণ ও বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয়।