Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-১১-২০২২, সময়ঃ দুপুর ০২:৩৫

চার সাংবাদিকের নামে মামলা, প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

 চার সাংবাদিকের নামে মামলা, প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আনন্দ টিভি' র প্রতিনিধি মিলন খন্দকার সহ চার সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মানহানীর মামলা দায়েরের প্রতিবাদে শনিবার সকালে গাইবান্ধা প্রেসক্লাবের হলরুমে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা সদর আমলী আদালতে এই মামলা দায়ের করেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতার বড় জামাতা এএসএম আশরাফুল ইসলাম। গত ২৬ মে মামলাটি দায়ের হলেও গত ১৬ নভেম্বর সাংবাদিকদের নোটিশ করেন পিবিআই এর পুলিশ পরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা মজিবুর রহমান।

এরপর মামলার খবর সোস্যাল মিডিয়া ফেসবুকে ভাইরাল হলে সাংবাদিক সহ বিভিন্ন মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মামলা প্রত্যাহারের দাবি তুলেছে। গাইবান্ধা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাংবাদিক গৌতমাশিষ গুহ সরকারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সহ সভাপতি নিউজ ২৪ টিভি'র প্রতিনিধি সাইফুল ইসলাম প্রিন্স,সাধারন সম্পাদক আনন্দ টিভি'র প্রতিনিধি মিলন খন্দকার,সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক এস এ টিভি'র কায়সার প্লাবন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর প্রতিনিধি সরকার মোঃ শহিদুজ্জামান, সাপ্তাহিক আগামীর পথে পত্রিকার সম্পাদক কাজী জিয়াউল হাফিজ,দৈনিক নিউ এজ এর সাংবাদিক শামীম উল হক শাহীন, বৈশাখী টিভি'র বিপ্লব ইসলাম, দীপ্ত টিভি'র ভবতোষ রায় মনা, এশিয়ান টিভি'র মাসুম লুমেন,বাংলা টিভি'র জাহিদ খন্দকার, সাংবাদিক শফিউল ইসলাম,মাসুদ মুকুল, হাসান হাবিব তালুকদার রিজন, ফারহান শেখ,ফয়সাল রহমান জনি,সাদ্দাম হোসেন পবন,আমিনুর রহমান,মশিউর রহমান মিঠু,সঞ্জয় সাহা,সালাহ উদ্দিন কাশেম, নাজিম আহমেদ রানা, শাহিন মিয়া প্রমুখ।

যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হলেন, দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী, পত্রিকাটির উত্তরাঞ্চল প্রতিনিধি ও মাছরাঙ্গা টিভি'র গাইবান্ধা প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল,আনন্দ টিভির গাইবান্ধা প্রতিনিধি মিলন খন্দকার ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার গাইবান্ধা প্রতিনিধি রবিন সেন। উল্লেখ্য, গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতার বিরুদ্ধে দূর্নীতির একাধিক অনুসন্ধানী প্রতিবেদন আনন্দ টিভিতে প্রচার এবং অনলাইন নিউজ পোর্টাল ব্রেকিং নিউজ ডটকম এ নারী কেলেংকারীর অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর গাইবান্ধা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মিলন খন্দকারের বিরুদ্ধে মানহানীর মামলা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad