Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৮-১০-২০২২, সময়ঃ সকাল ১১:১০

গোবিন্দগঞ্জে ঘটকালির আড়ালে প্রতারনার অভিযোগে ঘটক আব্দুর রহিম গ্রেফতার

গোবিন্দগঞ্জে ঘটকালির আড়ালে প্রতারনার অভিযোগে ঘটক আব্দুর রহিম গ্রেফতার

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের হরিনাথপুর (বিষপুকুর) গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে আব্দুর রহিম ঘটকালির আড়ালে প্রতারনা করার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ডাক্তার, পুলিশ, সেনাবাহিনীর অফিসার, বিসিএস ক্যাডার ইত্যাদি পাত্রের সন্ধান দিয়ে পাত্রীর পিতা-মাতার নিকট বিভিন্ন ধরনের প্রলোভন দিয়ে টাকা আদায় করত এই ঘটক আঃরহিম।

এস আই প্রলয় কুমার বর্মার নেতৃত্বে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ থানার কোচাশহর ইউনিয়নের ধর্মা (প্রধানপাড়া) এলাকা হতে সোমবার রাতে তাকে গ্রেফতার করেন। আসামির বিরুদ্ধে প্রতারণার মামলা রয়েছে। আজ মঙ্গলবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয় ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইজার উদ্দিন বলেন, আব্দুর রহিম একজন প্রতারক ঘটক ছদ্দবেশে প্রতারণা করে মানুষের নিকট থেকে অর্থ আদায় করে থাকেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad