Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৪-১২-২০২২, সময়ঃ বিকাল ০৩:৪০

গাইবান্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

গাইবান্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক ►

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা আওয়ামীলীগ, পৌরসভা, গাইবান্ধা প্রেসক্লাব, জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ, পৌরসভা, গাইবান্ধা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে মঙ্গলবার নানা কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে স্থানীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি।  

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দিক, পুলিশ সুপার মোঃ কামাল হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, পৌরসভার প্যানেল মেয়র শহীদ আহমেদ, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহমুদুল হক শাহজাদা, সাবেক ডেপুটি কমান্ডার গৌতম চন্দ্র মোদক, বীর মুক্তিযোদ্ধা ওয়াশিকার মো. ইকবাল মাজু, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, আওয়ামী লীগ নেতা পিয়ারুল ইসলাম, জেলা কৃষকলীগের সাধারণ স¤পাদক দীপক কুমার প্রমুখ। 

নিউজটি শেয়ার করুন

  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৪-১২-২০২৪, সময়ঃ দুপুর ০১:৫২

গাইবান্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

গাইবান্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা পরিষদ, গাইবান্ধা প্রেসক্লাব, গাইবান্ধা সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে আজ শনিবার (১৪ ডিসেম্বর) নানা কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে স্থানীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। 

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিয়াসহ বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা ও অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং সাংবাদিকসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad