• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২১-৩-২০২৪, সময়ঃ বিকাল ০৪:২৫
  • ৪৭ বার দেখা হয়েছে

অস্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশের মেয়েরা

অস্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্ক►

অস্ট্রেলিয়ার নারী দলের বিপক্ষে বহুল আকাঙিক্ষত সিরিজের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় ১১৮ রানের বড় ব্যবধানে হেরে গেছে নিগার সুলতানা জ্যোতিরা।

লক্ষ্য খুব বেশি বড় না। অন্তত বিশ্ব ক্রিকেটের বিবেচনায়। কিন্তু মিরপুরের হোম অব ক্রিকেটে বাংলাদেশের মেয়েরা এর আগে কেবল একবারই দুইশ রানের কোটা পার করতে পেরেছে। অস্ট্রেলিয়ার নারী দলের বিপক্ষে ২১৪ রানের লক্ষ্যটাই তাই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জই ছিল।

আর সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের ব্যাটাররা। ৩৬ ওভারেই সবকটি উইকেট হারিয়ে টাইগ্রেসদের ইনিংস থেমেছে মাত্র ৯৫ রানে। ফলাফল ১১৮ রানের বড় ব্যবধানে হার। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ২৭ রানের ইনিংস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। এ ছাড়া দুই অঙ্ক পেরোতে পেরেছেন কেবল আর দুই জন-সুবহানা মোস্তারি (১৭) ও মুর্শিদা খাতুন (১০)।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়