• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৭-৪-২০২৪, সময়ঃ সকাল ১০:৪৯
  • ২৯ বার দেখা হয়েছে

শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী আজ

শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী আজ

মাধুকর ডেস্ক►

অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী আজ শনিবার (২৭ এপ্রিল)। ১৯৬২ সালের এইদিনে ঢাকায় তাঁর মৃত্যু হয়। 

শিক্ষানুরাগী ও সাম্প্রদায়িক সম্প্রীতির জীবন্ত প্রতীক হিসেবেও ইতিহাসের পাতায় তাঁর রয়েছে গুরুত্বপূর্ণ স্থান। 

শেরেবাংলা এ কে ফজলুল হক ১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠি জেলার রাজাপুরের সাতুরিয়া গ্রামে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী, কলকাতা সিটি করপোরেশনের প্রথম মুসলিম মেয়র এবং আইনসভার সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 

ব্রিটিশবিরোধী আন্দোলনেও ফজলুল হকের অবদান ছিল। ১৯৪০ সালে তিনি ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। তিনি ২১ দফা দাবিরও প্রণেতা ছিলেন। 

শেরেবাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। শেরেবাংলার পরিবারের পক্ষ থেকে আজ তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ছাড়াও রাজধানীর বনানীর বাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। আওয়ামী লীগ সকাল ৮টায় প্রয়াত এই নেতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও তাঁর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করবে।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়