Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-৬-২০২৪, সময়ঃ সকাল ১০:১৯
  • ১২৪ বার দেখা হয়েছে

বিরল এক স্নায়ুরোগে আক্রান্ত অলকা ইয়াগনিক

বিরল এক স্নায়ুরোগে আক্রান্ত অলকা ইয়াগনিক

বিনোদন ডেস্ক ►

বলিউডের ৯০ দশকের সিনেমার গানের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক বিরল এক স্নায়ুরোগে আক্রান্ত। এ জন্য কানে শুনতে পাচ্ছেন না তিনি। ইনস্টাগ্রামে সবার উদ্দেশে এ সমস্যার কথা জানান অলকা ইয়াগনিক। আর তার এ পোস্ট দেখেই সোমবার সকাল থেকে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।

এদিন সোশ্যাল মিডিয়ার পোস্টে অলকা ইয়াগনিক লেখেন, ‘আমার সব অনুরাগী, বন্ধু ও শ্রোতাদের বলছি, কয়েক সপ্তাহ আগে এক বিমান থেকে বেরিয়ে আসার সময় আমি অনুভব করলাম যে আমি তখন কিছুই শুনতে পাচ্ছিলাম না। এ ঘটনার বেশ কয়েক সপ্তাহ পরে আমার বন্ধু-অনুরাগীদের জন্য সত্য জানাতে এসেছি।’

তিনি আরও লেখেন, ‘আমার কিছু কথা বলতে এসেছি। যে সমস্ত শুভাকাঙ্ীরা আমাকে প্রায়ই জিজ্ঞেস করছিলেন যে কেনো আমি নিজেকে এখন আড়ালে রেখেছি, তাদের উত্তর দিতে এসেছি। আমার চিকিৎসকেরা পরীা করে জানতে পেরেছেন যে, এক বিরল স্নায়ুরোগে আক্রান্ত আমি যে কারণে আমার শ্রবণশক্তি নষ্ট হতে পারে। একটি ভাইরাল অ্যাটাকের কারণে এই ঘটনা ঘটেছে। আমি চেষ্টা করছি এর সঙ্গে মানিয়ে নিতে। আমি এই রোগের সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নিতে চাইছি। আমার জন্য প্রার্থনা করবেন।’

অলকা এ কথার পাশাপাশি খুব জোরে ইয়ারফোনে বা লাউডস্পিকারে গান শোনার অভ্যাসের জন্য সতর্ক বার্তাও দিয়েছেন গায়িকা। তিনি বলেন, ‘আমার শুভাকাঙ্ী বন্ধু ও অনুরাগীদের জন্য খুব জোরে হেডফোন বা লাউড স্পিকারে গান শোনার ব্যাপারে একটু সতর্কতা দিতে চাই। একদিন কখনো আমার পেশাগত জীবনের তিকর দিকগুলোর ব্যাপারে আমি বলব। আপনাদের ভালোবাসা আর সহানভূতি আমাকে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করবে। এটুকুই এখন আমার কাছে একটা গোটা পৃথিবী।’

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad