Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৭-১২-২০২৫, সময়ঃ দুপুর ০২:০৭
  • ৭৪ বার দেখা হয়েছে

গাইবান্ধা হানাদার মুক্ত দিবস উদযাপন

গাইবান্ধা হানাদার মুক্ত দিবস উদযাপন

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়। —কুদ্দুস আলম

নিজস্ব প্রতিবেদক►

আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ৭ ডিসেম্বর গাইবান্ধা হানাদার মুক্ত দিবস উদযাপন করা হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

অনুষ্ঠানের শুরুতেই শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

আলোচনা সভায় মুক্তিযুদ্ধকালীন গাইবান্ধার ঐতিহাসিক ভূমিকা, দুর্বার প্রতিরোধ এবং হানাদার বাহিনীর পরাজয় সম্পর্কে আলোচনা করেন বক্তারা। তাঁরা বলেন, গাইবান্ধার মানুষ ১৯৭১ সালে অতুলনীয় সাহস ও ঐক্য প্রদর্শন করেছে। এই দিবস আমাদের স্বাধীনতার চেতনা নতুন করে স্মরণ করিয়ে দেয়।

অনুষ্ঠানে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধারা স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, তৎকালীন সময়ে স্থানীয় যুবক, কৃষক, শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়ে যে ঐক্য গড়েছিল তার ফলেই গাইবান্ধা শত্রুমুক্ত করা সম্ভব হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা জেলা ইউনিটের আহবায়ক আশরাফুল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, জেলা বার অ্যাসেসিয়েশনের আহবায়ক অ্যাডভোকেট সেকেন্দার আজম আনাম, মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিটের সদস্য সচিব আব্দুল মজিদ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম সাজা, বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক ছানা, যুদ্ধকালিন কমান্ডার আব্দুল বাছেদ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

শেষে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও দেশের শান্তি-সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad