
নারী সমাবেশে বক্তৃতা করছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক—মাধুকর
জয়নুল আবেদীন, সাঘাটা►
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, “নারীর অধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার ও শোষণমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই।”
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদ চত্বরে দলটির আয়োজিত এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, দেশের নারী, গরীব-দুঃখী, অসহায় ও বঞ্চিত মানুষের অধিকার আজও যথাযথভাবে নিশ্চিত হয়নি। সরকারি অফিস-আদালত থেকে শুরু করে স্থানীয় দপ্তরগুলোতে নানা অনিয়ম ও দুর্নীতি জনজীবনকে স্থবির করে রেখেছে। এসব অনিয়ম দূর করতে জনগণকে সচেতন ও সংগঠিত হতে হবে।
তিনি আরও বলেন, সমাজে নারীর প্রতি সহিংসতা, বৈষম্য ও অবহেলা দূর করতে আইনের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত না হলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।
এ সময় তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে মাসুদুর রহমানকে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন এবং কোদাল মার্কায় ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহব্বান জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন দলটির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নি শিখা জামালী, আকবর খাঁন, কেন্দ্রীয় কমিটির সদস্য মাছুদুর রহমান, বগুড়া জেলা শাখার আহবায়ক আব্দুর রউফ, গাইবান্ধা জেলা সভাপতি ফিরোজ আহমেদ প্রমুখ। এছাড়াও সমাবেশে স্থানীয় নারী নেত্রী, দলটির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।