Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫৯ মিনিট আগে
  • ৩৫ বার দেখা হয়েছে

বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশনের গাইবান্ধা জেলা কমিটি অনুমোদন

বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশনের গাইবান্ধা জেলা কমিটি অনুমোদন

বাম থেকে সভাপতি শাহজাদী হাবিবা সুলতানা পলাশ, সহ-সভাপতি ধীরেশ চন্দ্র চক্রবর্ত্তী উজ্জল ও সাধারণ সম্পাদকমাহফুজার রহমান স্বপন—মাধুকর

উজ্জল চক্রবর্ত্তী►

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর প্রাক্তন ক্যাডেটদের সংগঠন বাংলাদেশ এক্স-ক্যাডেটস এসোসিয়েশন  (বেকা)। কেন্দ্রীয় কমিটির আওতাভুক্ত গাইবান্ধা জেলা কমিটি সম্প্রতি অনুমোদন করা হয়েছে। 

কেন্দ্রীয় নির্বাহী পরিষদের দশম মাসিক সভার সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল একেএম শাহজাহান (অব.), মহাসচিব লে. কর্নেল আলাউদ্দিন গাজী (অব.) এবং সচিব (সদস্য) একেএম আনোয়ারুল ইসলাম উত্তম স্বাক্ষরিত পত্র মারফত দুই বছর মেয়াদী এই কমিটি অনুমোদন দেওয়া হয়। 

কমিটিতে উপদেষ্টা প্রফেসর মেজর কাজী শফিকুল ইসলাম বিটিএফও (অব.) এবং এক্স সিইউও শাহজাদী হাবিবা সুলতানা পলাশকে সভাপতি, এক্স সিইউও ধীরেশ চন্দ্র চক্রবর্ত্তী উজ্জলকে সহ-সভাপতি এবং এক্স কর্পোরাল মাহফুজার রহমান স্বপনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

কমিটির অন্যরা হচ্ছেন- এক্স সার্জেন্ট হাসান মাহমুদ নাহিদ যুগ্ম সম্পাদক, এক্স সিইউও মো. মুরাদ হোসেন সাংগঠনিক সম্পাদক, এক্স ক্যাডেট মো. আহাদ বাবু অর্থ সম্পাদক, এক্স সিইউও নাহিদ হাসান চৌধুরী রিয়াদ দপ্তর সম্পাদক, এক্স সিইউও জীবেশ চন্দ্র পাল সমাজকল্যাণ সম্পাদক, এক্স সার্জেন্ট ফাতেমা বেগম মহিলা সম্পাদক, এক্স সিইউও জামিউর আলম জুয়েল প্রচার সম্পাদক, নির্বাহী সদস্য এক্স ক্যাডেট আসাদুল্লা বকুল, এক্স কর্পোরাল মো. মোস্তফা কামাল, এক্স সিইউও মো. হুমায়ুন কবির, এক্স সার্জেন্ট রাসেল মিয়া ও এক্স ক্যাডেট মো. শফিউল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad