Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৭ ঘন্টা আগে
  • ১২৪ বার দেখা হয়েছে

ফুলছড়িতে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ১০ জন আহত

ফুলছড়িতে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ১০ জন আহত

আমিনুল হক, ফুলছড়ি►

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার উদাখালী ইউনিয়নের সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী ধাওয়া দিয়ে শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারপাড়া এলাকায় সোমবার বিকেলে শিয়ালটি হঠাৎ লোকালয়ে ঢুকে পড়ে। শিয়ালটি মুহূর্তের মধ্যেই ওই গ্রামের ওমর ফারুক (৪৫), আব্দুর রশিদ (৫০), সাহিদা বেগম (৪৩), মুক্তা খাতুন (২২), মামুনী খাতুন (২২), ফেন্সি বেগম (৫৫), আলেয়া বেগম (৬০), টুকটুকি খাতুন (৮)-সহ অন্তত ১০ জনকে কামড়ে আহত করে। আহতদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন এবং আতঙ্কিত অবস্থায় শিয়ালটিকে ধাওয়া করতে শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা শিয়ালটিকে ধরে পিটিয়ে মেরে ফেলেন। আহতদের দ্রুত উদ্ধার করে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এছাড়া শিয়ালটি বেশ কয়েকটি গরুকেও কামড় দেয়।

ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আরিফুজ্জামান বলেন, “শিয়ালের কামড়ে আহত প্রত্যেককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন সরবরাহ নেই। তাই তাদেরকে সদরে অথবা নিকটস্থ কোথাও পাওয়া গেলে দ্রুত ভ্যাকসিন নিতে পরামর্শ দেওয়া হয়েছে।”

এলাকাবাসীর অভিযোগ, বনভূমি ও প্রাকৃতিক আবাসস্থল কমে যাওয়ার কারণেই দ্রুত লোকালয়ে বন্য শিয়ালের এমন আক্রমণের ঘটনা ঘটছে। এতে বন্যপ্রাণীরা খাদ্যের খোঁজে লোকালয়ে ঢুকে পড়ছে এবং এমন ঘটনা বাড়ছে।

ঘটনার পর থেকেই ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা অবিলম্বে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও বন বিভাগের দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে বলে উদাখালী ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আলী নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad