Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১১ ঘন্টা আগে
  • ৫৯ বার দেখা হয়েছে

গোবিন্দগঞ্জে ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ‘মূল হোতা’ গ্রেপ্তার

গোবিন্দগঞ্জে ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ‘মূল হোতা’ গ্রেপ্তার

গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রফিকুল ইসলাম নামে ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ‘মূল হোতা’কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা শহরের সোনালী ব্যাংক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রফিকুল ইসলাম নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সোনাকড়ি গ্রামের মৃত তছকিন উদ্দীনের ছেলে। তিনি রংপুরের রাধাবল্লভ এলাকায় বসবাস করছিলেন।  

পুলিশ জানায়, গত ৪ নভেম্বর উপজেলার কোচাশহর ইউনিয়নের শক্তিপুর গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি তোফাজ্জল হোসেন সোনালী ব্যাংক, গোবিন্দগঞ্জ শাখা থেকে ২৪ হাজার টাকা উত্তোলন করেন। এ সময় রফিকুল কৌশলে শয়তানের নিঃশ্বাস দিয়ে তার উত্তোলন করা ১৪ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে পুলিশ ব্যাংকের সিসি ক্যামেরা থেকে ওই ব্যক্তিকে সনাক্ত করে। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে রফিকুল সোনালী ব্যাংকে এলে ব্যাংকের লোকজন তাকে চিনে ফেলে । পরে তারা রফিকুলকে পুলিশে সোপর্দ করে। 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, গোবিন্দগঞ্জ ছাড়াও আরো পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার ফুটেজ পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে রফিকুল একজন ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের মূল হোতা।  এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad