মাধুকর ডেস্ক►
তিন মাস ধরে চলমান আলোচনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় সোমবার (৭ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করে তিনি এই সিদ্ধান্ত জানান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ৩ এপ্রিল বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপের অংশ হিসেবে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। তবে তার আগ পর্যন্ত গড়ে ১৫ শতাংশ হারে শুল্ক প্রযোজ্য ছিল।
সোমবার ট্রাম্প আরও জানান, বাংলাদেশ ছাড়াও দক্ষিণ কোরিয়া, জাপানসহ মোট ১৪টি দেশের জন্য নতুন শুল্ক হার নির্ধারণ করা হয়েছে। হোয়াইট হাউসের ঘোষিত ৯০ দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষ হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। যদিও শুল্ক কার্যকর হওয়ার পূর্বনির্ধারিত তারিখ ছিল ৯ জুলাই, তা পিছিয়ে ১ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
নতুন ঘোষণায় দক্ষিণ কোরিয়া ও জাপানের পণ্যের ওপর ২৫ শতাংশ, মিয়ানমার ও লাওস-এর ওপর ৪০ শতাংশ, দক্ষিণ আফ্রিকা ৩০ শতাংশ, মালয়েশিয়া ২৫ শতাংশ, তিউনিসিয়া ২৫ শতাংশ, ইন্দোনেশিয়া ৩২ শতাংশ, বসনিয়া ৩০ শতাংশ, সার্বিয়া ৩৫ শতাংশ, কম্বোডিয়া ও থাইল্যান্ড ৩৬ শতাংশ এবং কাজাখস্তান-এর ওপর ২৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প এসব সিদ্ধান্ত সংবলিত চিঠি সংশ্লিষ্ট দেশের নেতাদের কাছে পাঠিয়েছেন, যা ট্রুথ সোশ্যালেই প্রকাশ করা হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ভবিষ্যতে আরও কয়েকটি দেশের উদ্দেশেও শুল্কসংক্রান্ত বার্তা পাঠানো হতে পারে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস-কে লেখা চিঠিতে ট্রাম্প বলেন, ২০২৫ সালের ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে। এটি খাতভিত্তিক শুল্কের পাশাপাশি আলাদাভাবে আরোপিত হবে। যদি কোনো পণ্য বিকল্প পথে আমদানি করা হয়, তবুও সেই পণ্যের ওপর একই শুল্ক আরোপ করা হবে।”
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ৩৫ শতাংশ শুল্ক হার আসলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চলমান বাণিজ্য ঘাটতি মেটানোর জন্য যথেষ্ট নয়। তবে যদি কোনো বাংলাদেশি কোম্পানি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করে পণ্য উৎপাদন করে, তাহলে সেই পণ্য শুল্কমুক্ত থাকবে। আমরা এ ক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করে পূর্ণ সহায়তা দেব।