তাজুল ইসলাম রেজা, সাদুল্লাপুর►
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বসতভিটা নিয়ে বিরোধের জের ধরে ভাই-ভাতিজাদের ধারালো আস্ত্রের আঘাতে আদা চন্দ্র দাস (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ (শুক্রবার, ৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের রায়পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত আদা চন্দ্র দাস ওই গ্রামের কার্ত্তিক চন্দ্র দাস ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত বসতভিটার সীমানা নির্ধারণ নিয়ে বড় ভাই নৃপেন চন্দ্র দাসের সাথে আদা চন্দ্র দাসের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার (৩ জুলাই) নৃপেন চন্দ্র দাস এই বসতভিটায় আদা চন্দ্র দাসের বাড়ির সীমানা ঘেষে একটি টয়লেট নির্মাণ কাজ শুরু করেন। এসময় আদা চন্দ্র দাস বাধা দেয়। এতে দুই ভাইয়ের মধ্যে তুমুল বাগবিতন্ডা হয়।
সূত্রটি আরও জানায়, শুক্রবার দুপুরে আদা চন্দ্র দাস বাড়ির সামনে ছাগল চড়াতে যায়। সুযোগবুঝে নৃপেন চন্দ্র দাস ও তার দুই ছেলে শঙ্খরাজ দাস এবং সত্যন্দ্রনাথ দাস তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ীভাবে কোপাতে শুরু করে। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে চলে আসলে তারা পালিয়ে যায়। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত আদা চন্দ্র দাসের স্ত্রী ঝলমলি দাস বলেন, আমার স্বামীকে তার ভাই-ভাতিজারা পরিকল্পিতভাবে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।
সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাধানাথের লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান আছে। ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।