আমিনুল হক, ফুলছড়ি►
জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার ফুলছড়িতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (শুক্রবার, ৪ জুলাই) সকাল ১১টায় ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনটিভি অনলাইনের গাইবান্ধা (সাঘাটা-ফুলছড়ি) সংবাদদাতা মোস্তাফিজুর রহমান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন। আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিন হাসান খাজা, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাহ্ আলম যাদু, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার এবং সাংবাদিক ওমর ফারুক রনি।
এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সুধীজনের উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।
বক্তারা বলেন, এনটিভি দীর্ঘ ২৩ বছর ধরে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আগামীতেও যেন গণমানুষের আস্থা ও ভালোবাসা ধরে রাখতে পারে— সেই প্রত্যাশা রইল।
আলোচনা সভা শেষে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উদযাপন করা হয়।