গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পরীক্ষাকেন্দ্র থেকে অপহরণের দুই ঘণ্টা পর মুরাদ হোসেন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। আজ (সোমবার, ২১ এপ্রিল) বিকেলে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, এদিন দুপুর ১টার দিকে এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর উপজেলার ফুলপুকুরিয়া কেন্দ্রে অপহরণ হন পরীক্ষার্থী মুরাদ হোসেন। তিনি উপজেলার দরবস্ত ইউনিয়নের গোসাইপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি।
মুরাদের বাবা আব্দুর রাজ্জাক জানান, তার ছেলেকে অপহরণের ঘটনায় সন্দেহজনকভাবে কাইয়াগঞ্জ এলাকার রেজোয়ান প্রধানের ছেলে আপন (২০) এবং একই গ্রামের শাহজাহানের ছেলে ছানোয়ার হোসেনকে (১৮) স্থানীয়দের সহযোগিতায় আটক করে পুলিশে দেন তিনি।
গোবিন্দগঞ্জ থানার এএসআই শরৎ চন্দ্র রায় জানান, খবর পেয়ে আটক যুবকদের দেওয়া তথ্য অনুযায়ী অপহৃত মুরাদ হোসেনকে কাটামোড় উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।