Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২০-৪-২০২৫, সময়ঃ রাত ০৭:০৬
  • ৩৬ বার দেখা হয়েছে

গাইবান্ধায় রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

গাইবান্ধায় রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধা শহরের নতুন ব্রিজ সংলগ্ন বাঁধের মাথা থেকে কাউন্সিলের বাজার পর্যন্ত বেহাল রাস্তাটির সংস্কারের দাবিতে মানববন্ধন হয়েছে। এলাকাবাসীর আয়োজনে আজ (রবিবার, ২০ এপ্রিল) বেলা ১১টার দিকে বাঁধের মাথা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য দেন গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, খোলাহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানি, সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম, কাফি ইসলাম লিমন প্রমুখ। এছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার নানা বয়সী মানুষ এতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বাঁধের মাথা থেকে কাউন্সিলের বাজার পর্যন্ত পাকা রাস্তা না হওয়ার ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বিশেষ করে বর্ষাকালে রাস্তাটি দিয়ে চলাচল একেবারে অনুপযোগী হয়ে পড়ে। অসুস্থ মানুষকে হাসপাতালে নিতে গেলে বিকল্প রাস্তা দিয়ে কয়েক কিলোমিটার ঘুরে নিয়ে যেতে হয়।

তাই বক্তারা দ্রুত সড়কটি সংস্কার করে পাড়াকরণের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad