নিজস্ব প্রতিবেদক►
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে শহরের গানাসাস মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসরায়েল মার্কিন সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ সহযোগিতায় ফিলিস্তিনের গাজায় নিকৃষ্টতম হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। সারা দুনিয়ার বিবেকবান মানুষ প্রতিবাদে সোচ্চার হলেও বিভিন্ন শক্তিধর রাষ্ট্রগুলো নির্বিকার! বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও জোরালো কোনো পদক্ষেপ কিংবা প্রতিবাদ লক্ষ্য করা যাচ্ছে না, যা তামাশা দেখার সামিল। ধনী রাষ্ট্রগুলোর সরকারে যারা থাকে তারা দেশ-বিদেশের ধনীদের স্বার্থে কাজ করে, ফলে তাদের দ্বারা এসমস্ত মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদ প্রতিরোধ আশা করা সরলতা ছাড়া কিছুই নয়। ধনীদের স্বার্থ রক্ষাকারী রাষ্ট্র প্রধানদের ক্ষমতাচ্যুত করে মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দুনিয়ায় সকল অপশক্তির বিরুদ্ধে লড়াই জোরদার করতে হবে।
গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা সমন্বয়ক অ্যাডভোকেট নওশাদুজ্জামান, কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি অ্যাডভোকেট মোস্তফা মনিরুজ্জামান, বাসদের জেলা সদস্য সচিব সুকুমার চন্দ্র মোদক, গণ ফোরামের জেলা সদস্য বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা ও নারী আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন প্রমুখ।